ঝালকাঠিতে জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে ঐক্যমত পোষন করলেন বক্তারা

ঝালকাঠি সংবাদদাতা ॥ জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে ঝালকাঠিতে বিভিন্ন শ্রেনীপেশার লোকজনকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। সোমবার সকাল সাড়ে ৯টায় এ সভা শুরু হয়। ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মো. মজিদ আলী সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। জেলা শিক্ষা অফিস ও ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বিশিষ্ট সমাজসেবক সোহরাব হোসেন, নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোয়ার হোসেন খান, ধানসিঁড়ি চারুখান ডিএসবিল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম, সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজা আবুল কালাম আজাদ, সুফিয়া কামাল ফেলো লুৎফুন্নাহার লুনা, কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, ষ্টেপসের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সভায় শিক্ষা প্রতিষ্ঠান সমুহগুলো জেন্ডার সংবেদনশীল করে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।