গৌরনদীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ গুলি বর্ষণ ॥ বোমা বিস্ফোরন ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে গতকাল সোমবার রাতে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ, গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরনে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় চারটি মটরসাইকেলর ভাংচুরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল সরদারের সাথে একই ওয়ার্ডের ছাত্রলীগ নেতা রবিউল খানের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জেরধরে গতকাল সোমবার সন্ধ্যায় রুবেল ও তার সমর্থকেরা রবিউল খানকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ ঘটনার জেরধরে ওইদিন রাত দশটার দিকে রবিউল ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে রুবেল সরদার ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। রুবেল ও তার সহযোগীরা পাল্টা হামলার সময় তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরনসহ ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলা ও সংষর্ষে উভয় গ্র“পের কমপক্ষে ১৫ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় ছাত্রলীগ কর্মী ফেরদাউস (২৫), রুমান (২৪) ও হিরা বেপারীকে (২৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে চারজনকে আটক করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ১১ টা) পুলিশের আটক অভিযান অব্যাহত রয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।