মুলাদীতে গাঁজা সম্রাটের এক বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী থানা পুলিশের অভিযানে ২০ বার আটক হওয়ার পর গতকাল বুধবার ২১ বারের সময় পূর্ণরায় আটক হয়েছে গাঁজা ব্যবসায়ী নারায়ন বন্দ্র বণিক (৫৫)। অবশেষে ওই ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মুলাদী থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, বুধবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নের বাসায় অভিযান চালিয়ে ৮’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। ওইদিন দুপুরেই আটককৃত নারায়নকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম উল্লেখিত দন্ডাদেশের রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত নারায়ন বন্দ্র বণিক মুলাদী পৌর শহরের ৬নং ওয়ার্ডের প্রয়াত শ্যাম সুন্দর বনিকের পুত্র। নির্বাহী হাকিমের নির্দেশে উদ্ধার করা গাঁজা পুড়িয়ে ফেলা হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত নারায়নকে ওইদিনই বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত দু’মাস পূর্বে গাঁজসহ আটক হওয়ার ৬ মাসের দন্ড শেষে কারাগার থেকে বের হয় নারায়ন। এছাড়াও তার বিরুদ্ধে দু’টি মামলা বিচারাধীন রয়েছে। মুলাদী থানা পুলিশের হাতে গাঁজাসহ এ পর্যন্ত নারায়ন ২১ বার আটক হয়েছে।