বরিশালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সমাজের অবহেলিত নারীর উন্নয়ন কল্পে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরাধে গতকাল বুধবার সকালে বরিশালে মানববন্ধন, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন ও পুলিশ রেঞ্জের উদ্যোগে এবং বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের আয়োজনে পুলিশ রিফর্ম প্রোগ্রাম ও ইউএনডিপি’র সহযোগীতায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ডাঃ আব্দুর রহিম, মেট্রো পুলিশ কমিশনার মোঃ সামসুদ্দিন, পুলিশ সুপার এটিএম এহসানুল হক, সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, মেট্রো পলিটন পুলিশের এসি (ফোর্স) ইয়াসমিন আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ আব্দুল মোতালেব প্রমুখ। মানববন্ধন শেষে নগরীতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।