বানারীপাড়ায় ওয়ান সুটার গান ও গুলি সহ ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

বানারীপাড়া সংবাদদাতা ॥ বানারীপাড়ার বিশারকান্দি গ্রাম থেকে অস্ত্র সহ রাসেল মুন্সি(৩০)নামের ১৭ বছরের সাজা প্রাপ্ত এক আসামীকে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে  আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিশারকান্দি গ্রামের ২নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ নেতা জাকির বাহাদুরের নেতৃত্বে জনতা রাসেলকে একটি ওয়ান সুটার গান  ও এক রাউন্ড গুলি সহ আটক করে। রাসেল মুন্সি ওই গ্রামের সেরজান মুন্সির ছেলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

আওয়ামীলীগ নেতা জাকির বাহাদুর জানান রাসেল মুন্সি ২০০৫ সালে নোয়াখালীর হাইনচর থানা পুলিশের অস্ত্র নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে আসার কিছুদিন পর উজিরপুরের সাতলা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জাফর মোল্লা শিবপুর গ্রাম থেকে ওই অস্ত্র সহ তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে সে জামিনে মুক্ত হয়। উজিরপুর থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় পরে রাসেলের বিরুদ্ধে আদালত ১৭ বছরের সাজার রায় প্রদান করেন।এরপর থেকে সে পলাতক ছিল। এ ব্যপারে বানারীপাড়া থানার ওসি মেছবা উদ্দীন জানান তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।