গৌরনদী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় যাত্রীবাহি বাস ভাংচুর ॥ পুলিশসহ ২০ জন আহত

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, বুধবার গভীর রাতের অগ্নিকান্ডের ঘটনায় গতকাল শুক্রবার ১২ টা থেকে ৪ টা পর্যন্ত গৌরনদী বাসষ্ট্যান্ডের সকল দোকানপাট বন্ধ রেখে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জ্ঞাপন করা হয়। তিনি আরো জানান বুধবার রাতে অগ্নিকান্ড চলাকালিন সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহি বাস মীর পলাশ ফায়ার সার্ভিসের দুটি পাইপের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতে পাইপ দুটি ফেঁটে অগ্নি নির্বাপক কাজে চরম বিঘœ ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বুধবার রাতের ঘটনায় বিক্ষুব্দ ব্যবসায়ী ও এলাকাবাসি গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মীর পলাশ পরিবহনটিতে হামলা চালায়। হামলায় চালক নজরুল ইসলাম, সুপারভাইজার দেলোয়ার হোসেন, হেলপার রিপন খান, বাসযাত্রী হাফশা খানম, জয়নব বিবি, মাজেদা বেগম, কাঞ্চন গাজী, শিউলি বেগমসহ ১৩ জন, পথচারী মিন্টু কর্মকার, সঞ্জয় পাল, স্বপন কর্মকার ও বিক্ষুব্দদের শান্ত করতে গিয়ে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোজ্জামেল হোসেন, কনষ্টবল শাহ আলম, জগদ্বিশ মন্ডল আহত হয়।