বরিশাল-১ আসনে বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ – খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে ডক্টর অশোক গুপ্তের বিএনপিতে যোগদান

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় বিএনপির রাজনীতিতে ফের নতুন মেরুকরন শুরু হয়েছে। আগামী সংসদ নির্বাচনে এ আসনে কে হবেন বিএনপির মনোনীত প্রার্থী, তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে নানা হিসেব নিকেশ। এ আসনের বিএনপির তৃণমূল  ডক্টর অশোক গুপ্তপর্যায়ের নেতা-কর্মীদের মতে, আগামী সংসদ নির্বাচনে এখানে পাল্টে যেতে পারে পুরাতন প্রার্থীদের সব হিসেব নিকেশ। নতুন নেতৃত্বে আসার পুরো সম্ভাবনা ভর করছে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী প্রয়াত সুনীল গুপ্ত’র পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক গুপ্ত’র ওপর। সাবেক প্রধানমন্ত্রী ও ১৮ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির (এ)’র নেতা ডক্টর অশোক গুপ্ত বিএনপিতে যোগদান করেছেন। গত ২৬ নবেম্বর ঢাকার গুলশানের দলীয় কার্যালয়ে বসে তিনি তার সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগদান করেন। এ খবরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করেছেন অশোক গুপ্তের সমর্থকেরা।

সংশ্লিষ্ট সূত্রমতে, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ভূ-স্বামী, সমাজসেবী ও অর্থনীতিবিদ ডক্টর অশোক গুপ্ত নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে প্রতিদ্বন্ধীতা করে তৃতীয় স্থান লাভ করেছিলেন। সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের পুত্র অশোক গুপ্তের বিএনপিতে যোগদানের পর থেকেই এ আসনে পাল্টে যেতে শুরু করেছে বিএনপির পুরনো সব হিসেব নিকেশ। বিএনপিতে যোগদানের পর ডক্টর অশোক গুপ্ত এক প্রতিক্রিয়ায় বলেন, শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন, খালেদা জিয়ার নেতৃত্বকে অনুসরন ও তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসেবে নিজেকে উৎস্বর্গ করে দেয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য।