জামায়াতের জঙ্গিপনা বাংলার জনগন মেনে নেবে না -আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি বলেছেন, শীর্ষ যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতের জঙ্গীপনা এ দেশের মানুষ কোনদিনই মেনে নেবেন না। বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার যখন দেশের উন্নয়নে কাজ শুরু করেছে, ঠিক তখনই বিরোধীদল একের পর এক চক্রান্ত শুরু করেছে। কোন চক্রান্ত করে দেশের উন্নয়ন বন্ধ করা যাবেনা। তিনি আরো বলেন, বিরোধীদল দেশকে অকার্যকর করার পায়তারা শুরু করছে। আন্দোলন সংগ্রাম করে সরকারকে ক্ষমতাচুৎত করার পায়তারা করছে। তাদের সেসব স্বপ্ন কোনদিন পূরন হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের রায় অচিরেই কার্যকর করা হবে।

গতকাল শুক্রবার বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু আরো বলেন, বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো। আর কোনদিন ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারবে না, বিধায় তারা চক্রান্ত শুরু করেছে। শুক্রবার সকাল দশটায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাডভোকেট খলিফা সাইদুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদেক আবদুল্লাহ, জেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান। বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, সহসভাপতি সাহিনুল ইসলাম সিকদার, যুবলীগের কেন্দ্রীয় নেতা আসাদুল হক আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতী প্রমূখ।