আগৈলঝাড়া-গৌরনদী বিএনপির নেতারা দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধ

ওমর আলী সানি, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় গৌরনদী বিএনপির দীর্ঘদিনের দলীয় কোন্দলের দ্বিধা-বিভেদ ভুলে নেতারা ঐক্যবদ্ধ। দলীয় একাধিক সূত্রে জানাগেছে, গত ২৮ নভেম্বর রাতে ঢাকার একটি হোটেলে গৌরনদী আগৈলঝাড়ার শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে  আগৈলঝাড়া গৌরনদী বিএনপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষে দীর্ঘদিনের দলীয় কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। আগামী নির্বাচন ও তত্বাবধায়কের দাবীতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে দলকে সংগঠিত করে সরকার পতন আন্দোলনে একত্রিত ভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিত নেতারা। এসময় আরও উল্লেখ করেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যারা পায়তারা চালিয়েছিলেন তারা আজ দলের ভিতরে ঘাপটি মেরে রয়েছে তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান। ওই সভায় উপস্থিত ছিলেন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট প্রার্থী, কেন্দ্রীয় নির্বার্হী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, কেন্দ্রীয় নির্বার্হী কমিটির সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাবেক ছাত্রনেতা বরিশাল জেলা উত্তর বিএনপির সহ সভাপতি এ্যাড. কামরুল ইসলাম সজল, গৌরনদী পৌর বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম আফজাল হোসেন প্রমূখ। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, কামরুজ্জামান সজল ও মনিরুজ্জামান বৈঠকের সত্যতা স্বীকার করেন।