টরকী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবহী ব্যবসায়ী বন্দর টরকীতে শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে একটি তুলার গুদামসহ ব্যাপক ক্ষতি হয়। আগুন নিভিাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়।

ব্যাবসায়ী ও ফায়ার সাভির্স সুত্রে জানাগেছে, টরকী বন্দর ভিক্টরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাস ভবন বন্দরের ব্যবসায়ী সিরাজ নাগাসির কাছে ভাড়া দেয়। সিরাজ তুলার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছেন। উক্ত গোডাউনে কোন বিদ্যুৎ সংযোগ ছিলনা।

মালিক সিরাজ অভিযোগ করেন, নাশকতা মূলক অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আগুন লাগিয়ে ছিটকে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়ে। ওই টরকী বন্দরের সাপ্তাহিক হাট থাকায় হাটে আসা ক্রেতা ও বিক্রোতাসহ ব্যবসায়ীদের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়ে। ভয়ে দিকবিদ্বিক হয়ে ছুটাছুটি করতে থাকে। গৌরনদী ফায়ার সার্ফিসের কমীরা ও এলাকাবাসীর এক ঘন্টার আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনেন। এর মধ্যে তুলার গোডাউন সম্পুন্ন ও টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বাসভবন, মামুন সিকদার, নেছার সিকদারসহ তিন বাড়ির আংশিক ভস্মিভূত হয়। যার ক্ষতির পরিমান ১০ লক্ষ টাকা। আগুন নিভাতে গিয়ে জুয়েল রানা, স্বপন মিয়া, কামাল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়।