আগৈলঝাড়ায় মোটরসাইকেল যাত্রীছাউনী উচ্ছেদ করেছে পুলিশ – ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা প্রশাসনের কথা মানছেনা

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় অবৈধ মোটরসাইকেল যাত্রী ছাউনী উচ্ছেদ করে দিয়েছে পুলিশ প্রশাসন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে উপজেলার তিন শতাধিক পরিবার। জানাগেছে, গত জোট সরকারে সময় তৎকালীন এমপি টিআর-কাবিখা দিয়ে উপজেলা সদরের বিএইচপি একাডেমী স্কুলের সামনে একটি যাত্রী ছাউনি তৈরী করলেও তা ভ্যান-রিকশা, স্থানীয় ফল ও মুদী ব্যবসায়ীদের দখলে চলে গেলে বর্তমান সরকারের স্থানীয় জনপ্রতিনিধিরা তা ভেঙে ফেলে। এর পরে মোটরসাইকেল চালকরা অস্থায়ী একটি যাত্রী ছাউনী তৈরী করে মোটরসাইকেল রাখে।

তবে একটি সূত্রে জানাগেছে, যাত্রী ছাউনীতে বসে স্কুল-কলেজে যাওয়া-আসার সময় ছাত্রীদের উত্যক্ত করা এবং কাগজপত্রবিহীন মোটরসাইকেল দিয়ে এলাকায় মাদকদ্রব্য আদান-প্রদান করার অভিযোগে ওই যাত্রী ছাউনী ভেঙে দেয়া হয়েছে। এঘটনা সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের একই ধরণের পোশাক পরা এবং নম্বরবিহীন মোটরসাইকেল শনাক্ত করার মত সংকেত দেয়ার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বারবার তাগিদ দিলেও তারা সে বিষয়ে কর্ণপাত না করায় ওসি মোঃ সাজ্জাদ হোসেন অবৈধ স্থাপনা ভেঙে দেয়। আগৈলঝাড়ার বিভিন্ন স্থানে অবৈধ এবং কাগজপত্রবিহীন একাধিক মোটরসাইকেল পুলিশ আটক করলেও মোটরসাইকেল চালকরা প্রশাসনের কথা মানছেনা বলে অভিযোগ রয়েছে।