গৌরনদীর ছাত্রলীগ নেতা সান্টুকে তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে অভ্যন্তরীণ দলীয় কোন্দলে নিহত উপজেলা ছাত্রলীগের নেতা রুমান ফকির হত্যা মামলার প্রধান আসামি সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়াকে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল রোববার বরিশালের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এই আদেশ দেন।

জুডিশিয়াল আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) পরেশ চন্দ্র মন্ডল জানান, মামলার প্রধান আসামী সান্টু ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্র্তা এসআই সোলায়মান মাহমুদ গত বৃহস্পতিবার আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল রোববার শুনানী শেষে আদালত সান্টু ভূঁইয়াকে তিন দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত সোমবার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দ্বীপ ও সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া গ্রুপের মধ্যে হামলা পাল্টাহামলা, গোলাগুলি, বোমাবাজির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের নেতা রুমান ফকির নিহত ও ১৫ জন আহত হয়।