বরিশালে কমিউনিটি ডেভলপমেন্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ পঞ্চাশ হাজার সদস্যদের নেতা নির্বাচনে বরিশাল টাউন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত এ নির্বাচনে দু’শ নারী ভোটার তাদের ছয়জন নেতা নির্বাচনে ভোট দিয়েছেন।

ইউএনডিপি এবং ডিএফআইডির অর্থায়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাধ্যমে নগরীর ২৪টি ওয়ার্ডে নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভলপমেন্ট কমিটি (সিডিসি) গঠনের জন্য এ ভোট অনুষ্ঠিত হয়।

প্রকল্পের টাউন ম্যানেজার ফজিলাতুন্নেছা জানান, তাদের পঞ্চাশ হাজার সদস্যের মধ্যে নিরানব্বই ভাগ নারী সদস্য। এ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, সবজি চাষ, হাঁস, মুরগী, ছাগল পালনের ওপর প্রশিক্ষণ ও ক্ষুদ্র ব্যবসা করার জন্য সদস্যদের আর্থিক সহায়তা এবং আইনী সহায়তা দেওয়া হয়। তিনি আরো জানান, ২০০৮ সন থেকে শুরু হওয়া প্রকল্পের কর্মীদের সঞ্চয় জমা হয়েছে সাড়ে তিন কোটি টাকা। এই টাকা থেকেও সহজ শর্তে ঋণ দেওয়া হয় সদস্যদের। সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।