র‌্যাব-৮ কর্তৃক ছিনতাইকৃত মালামালসহ ৩জন ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদদাতা ॥ ঘটনার বিবরণে জানা যায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিসি-১ এর একটি টহল দল বরিশাল কোতয়ালী থানা এলাকায় টহল ডিউটি করাকালীন ০৩/১২/২০১২ তারিখ বিকাল ১৫৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন বিএম কলেজ মসজিদ গেট সংলগ্ন রাস্তার উপর উপস্থিত হলে কয়েকজন লোকের ডাক চিৎকার শুনতে পায়। র‌্যাবের টহল দলটি ঘটনাস্থলে উপস্থিত তাদের ডাক চিৎকারের কারণ জিজ্ঞাসা করলে তারা কয়েকজন লোককে দেখিয়ে দিয়ে বলে আমাদের সব কিছু নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তখন র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে  (১) মোঃ তানভীর হাসান@লাভলু(৩২), পিতা মোঃ খোকন মিয়া, সাং হাসপাতাল রোড (২) মোঃ সৈকত চৌধুরী(২০), পিতা মৃত সেলিম চৌধুরী, সাং আইসিসি হাসপাতাল এর সামনে বটতলা, উভয় থানা কোতয়ালী, বিএমপি, বরিশাল (৩) মোঃ আক্তারুজ্জামান@সোহাগ(১৯), পিতা মোঃ আলী আকবর, সাং উত্তর মুরাদিয়া, থানা দুমকী, জেলা পটুয়াখালীকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। উপস্থিত জনসাধারণের সহায়তায় ধৃত আসামীদের নিকট হতে ০৩/১২/১২ তারিখ ১৬০০ ঘটিকায় ছিনতাইকৃত ১ টি সোনি এরিক্সন, ১ টি নোকিয়া সি-১, ০১টি নোকিয়া  এক্স-৩ মোবাইল সেট ও নগদ ১৫০০/- উদ্ধার করে। র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা ও অজ্ঞাতনামা পলাতক আসামীরা পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই করে আসছে এবং অভিনব কায়দায় প্রায়শঃই ছিনতাই করে থাকে।

উক্ত ঘটনার ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।