রাস্তায় গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে পিকেটিং, আটক ১৭

বরিশাল সংবাদদাতা ॥ হরতালের সমর্থনে সকাল ১০ টায়  বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলে নেতৃত্ব দেন মহানগর শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল নাহিয়ান।

এরআগে নগরীর বগুড়া রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত। এতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

এছাড়াও নগরীর কাকলীর মোড়, বটতলা, সিএন্ডবি রোড, গড়িয়ার পাড়, বিএম কলেজ ও আবহাওয়া অফিস এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের পক্ষে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। এসময় বেশ কয়েকটি এলাকায় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এছাড়াও বাবুগঞ্জের কলেজ গেইট, মাধবপাশা ও সাতমাইল সহ ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্পর্টে পিকেটিং করে হরতাল সমর্থকরা। হরতালের কারনে নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি আহসান হাবীবকে পিকেটিংয়ের সময় পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। এছাড়াও নগরীর সাগরদী অঞ্চলের ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলো সানাউল্লাহ, আতিক ও মহিউদ্দিন। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোতয়ালী মডেল থানা, কাউনিয়া, বিমানবন্দর ও নদীবন্দর থানা পুলিশ পৃথকভাবে ১০ জন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ।

এদিকে বরিশাল নগরী থেকে আজ মঙ্গলবার ১০জন এবং গতকাল সোমবার রাতে জেলার বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে ৭জন সহ  মোট ১৭ জন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ।