আগৈলঝাড়া মেশিনে জড়িয়ে ট্রলার মালিকের মৃত্যু

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়া ট্রলার মেশিনে জড়িয়ে মালিকের মর্মান্তিক মৃত্যু। নিহতর ছেলে রুহুল আমিন ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোরে উজিরপুরের রাজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আল্লার দান ট্রলারের মালিক সলেমান আকন ব্যবসায়িদের জন্য আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে মুরগির বাচ্চা ও খাবার কিনতে আসে। পয়সারহাট বন্দরে আসার পথে ট্রলারটি আগৈলঝাড়ার আমবৌলা-বাগধা এলাকায় এলে সলেমান ট্রলারের মেশিন চালু অবস্থায় পাওয়ার নিয়ন্ত্রন করতে গেলে তার গলায় পেচানো মাপলার মেশিনের হুইলে জড়িয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ট্রলারে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যায়। এক পর্যায়ে ট্রলারটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে ট্রলারে গিয়ে মৃত অবস্থায় একজনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সলেমান বিভিন্ন মালামাল বহনের জন্য নিজের ট্রলার নিজেই চালাত। আগৈলঝাড়া থানা পুলিশের এসআই আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার নং ৩০/১২(৪.১২.১২)। পোষ্ট মর্টেম শেষে নিহত সলেমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।