বানারীপাড়ায় ৭৯ শিক্ষার্থীর মাঝে অন্ধ হুজুর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বানারীপাড়া সংবাদদাতা ॥ বানারীপাড়ায় হাফেজ আঃ ছালাম অন্ধ হুজুর ও মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সোনাহার এএইচ দাখিল মাদ্রাসা মিলনায়তনে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রেসকা¬ব সভাপতি রাহাদ সুমন। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ খাদেম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অন্ধ হুজুর বৃত্তি ফাউন্ডেশনের আহবায়ক তাওহীদুল হাসান ও প্রেসক্লাব সম্পাদক কাওসার হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা একেএম নেয়ামতউল্লাহ ফারুকী,সুপার মাওলানা আবুল কালাম আজাদ,সহকারী সুপার মাওলানা ফজলুল হক, প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা সিদ্দিকুর রহমান,শিক্ষক মাওলানা আব্দুল হাকিম,ক্বারী শহিদুল ইসলাম,ক্বারী হাবিবুর রহমান,লোকমান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সোনাহার দাখিল,চাখার দরবার মনজিল,দরিকর ঈদগাহ আলিম ও আহ্মদাবাদ আলিম মাদ্রাসার ৭৯ শিক্ষার্থীর মাঝে সনদ ও ৪৫হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।