গৌরনদীতে সরকারি অফিসের ফাইল চুরি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিস থেকে আশোকাঠী মৌজার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পুরো ফাইল চুরি করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার পুলিশী অভিযানের পর মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো আশোকাঠী এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

এজাহারে জানা গেছে, উপজেলা ভূমি অফিস থেকে ১৩৮ নং আশোকাঠী মৌজার এস.এ ৩৫৮ নং খতিয়ানের সিপি সহ পুরো খতিয়ান কপি চুরি হয়ে যায়। ওই খতিয়ানের কার্যক্রম চলাকালীন সময় (গত ৬ নবেম্বর) আশোকাঠী গ্রামের মৃত আব্দুর রব সরদারের পুত্র সোহেল সরদার ও তার লোকজনে নানা প্রলোভনে অফিসের কর্মকর্তাদের কাজে বিঘœ সৃষ্টি করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী বিভিন্ন সময় সোহেল ওই অফিসে যাতায়াত করে আসছিলো। অতিসম্প্রতি ওই অফিসে সোহেল ও তার লোকজনে যাওয়ার পর থেকে আশোকাঠী মৌজার খতিয়ান কপি অফিস থেকে গায়েব হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট অফিস থেকে উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে লিখিত ভাবে জানানো হয়। পরবর্তীতে তার সুপারিশের ভিত্তিতে সরকারি অফিস থেকে ফাইল চুরি করে নেয়ার ঘটনায় উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আব্দুল ওহাব বাদি হয়ে গত ২২ নবেম্বর সোহেল সরদারকে প্রধান আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সোলায়মান মাহমুদ জানান, মামলার তদন্ত শেষে আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্ঠা চলছে।