গৌরনদীতে সর্বপ্রথম ডিজিটাল প্রেস উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৫ ডিসেম্বর ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সর্বপ্রথম বরিশালের গৌরনদীতে জাকির ডিজিটাল জোন প্রিন্টিং প্রেস গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ জাকির ডিজিটাল জোন প্রিন্টিং প্রেস উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সকাল ১১ টায় গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠান প্রতিষ্ঠানের মালিক এইচ.এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র হারিছ বলেন, মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে  গৌরনদীতে ডিজিটাল প্রেস স্থাপনের ফলে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, কোটালীপাড়া, কালকিনি, মুলাদী উপজেলাসহ বিভিন্ন এলাকার লোকজন অল্প সময়ে স্বল্প ব্যয়ে প্রিন্টিং কাজ করাতে পারবেন। যা এর আগে ঢাকা অথবা বরিশালে গিয়ে এ কাজ করতে হতো।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাবেক পৌর কাউন্সিলর কবির হোসেন খান, জয়নাল খন্দকার, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবর সভাপতি জামাল উদ্দিন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ব্যবসায়ী কালাম সরদার, মিরাজ খান প্রমুখ।