অবশেষে মুখ খুলেছেন গৌরনদীর ছাত্রলীগ নেতারা – ক্ষোভ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও একজন গ্রেফতারের ১০দিন পর অবশেষে গতকাল বুধবার প্রথম মুখ খুলেছেন উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এক বিবৃতীতে তারা নিহত রুমান ফকিরের লাশ নিয়ে রাজনীতি করার অপকৌশল ও এলাকায় সাটানো পোষ্টারে ছাত্রলীগের নাম ব্যবহার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উক্ত ঘটনায় নিন্দা ও প্রতিবাদ করেছেন।

বুধবার সকালে এক বিবৃতীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ কাজল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রকৃত খুনীর শাস্তির দাবি করে এক বিবৃতীতে উল্লেখ করেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অতিউৎসাহী কতিপয় নেতা-কর্মীরা ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য ও ঘোলা পানিতে মাছ শিকার করতে নিহত রুমান ফকিরকে উপজেলা ছাত্রলীগের সহদপ্তর সম্পাদক বলে প্রচার করছে। এছাড়াও বিভিন্ন ছবি সংবলিত রং বেরংয়ের পোষ্টার ছাঁপিয়ে এলাকায় সাটিয়েছে। ওইসব পোষ্টারে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে। যা আদৌ উক্ত কমিটির নেতৃবৃন্দদের অবগত করা হয়নি। তাই নেতৃবৃন্দরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।