আগৈলঝাড়ায় একটি ব্রিজের মাঝে গর্তের সৃস্টি – যানবাহন চলাচলে দূর্ভোগের শিকার – প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

আগৈলঝাড়া সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী গৈলা বাজারে যাতায়াতের সুবিধার্থে এতিমখানা-গৈলা বাজার সড়কের কালুপাড়া নামকস্থানে এলজিইডি বিভাগ থেকে একটি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচল করে। ব্রিজ নির্মাণের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পরে। এব্যাপারে এলজিইডি বিভাগ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দেড়বছর পূর্বে ওই ব্রিজটিতে একটি গর্তের সৃষ্টি হলে ২০১১ সালে গৈলা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ান পার্সেন্টের টাকা দিয়ে তা সংস্কার করা হয়। সংস্কারের পরে সম্প্রতি ওই ব্রিজে আরেকটি গর্তের সৃষ্টি হয়ে যানবাহনসহ জনসাধারণের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে রাতের অন্ধকারে বিভিন্ন যানবাহনসহ পথচারীরা দূর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। ব্রিজটি শীঘ্রই সংস্কার করা না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করলেও এলজিইডি বিভাগের কোন মাথাব্যথা নেই। এব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজকুমার গাইন সাংবাদিকদের জানান, গুরুত্বপূর্ণ এ ব্রিজটিতে গর্তের সৃষ্টি হলেও ইউনিয়ন পরিষদ থেকে আমাকে কেউ জানায়নি। আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।