নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন কমান্ডার প্রার্থী – গৌরনদীতে তোপের মুখে বির্তকিত মুক্তিযোদ্ধারা ॥ একজনকে গণধোলাই

 

উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম হাওলাদার জানান, স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনাদের দোসর (দালাল) ও বহুল আলোচিত রাজাকার বার্থী গ্রামের মোসলেম উদ্দিন বেপারী ওরফে টাউট মোসলেম ওরফে ডিগলার ছুট মোসলেম তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে আর্থিক যোগসাজসে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উত্তোলন করে। মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামী জানান, গতকাল শনিবার সকাল দশটায় ভূয়া মুক্তিযোদ্ধা মোসলেম ভোট দিতে লাইনে দাঁড়ায়। এসময় প্রকৃত মুক্তিযোদ্ধারা তাকে (মোসলেমকে) ধরে নিয়ে যায়। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে নিয়ে মোসলেমকে মুক্তিযোদ্ধারা গণধোলাই দিয়ে আটক করে রাখে। পরবর্তীতে কৌশলে সেখান থেকে মোসলেম পালিয়ে যায়। তিনি আরো জানান, একইভাবে রাজাকার (ভূয়া মুক্তিযোদ্ধা) তোতা মিয়া ভোট দিতে আসলে মুক্তিযোদ্ধারা তাকে বাঁধা প্রদান করেন। এসময় বির্তকিত এক প্রার্থীর ভাড়াটিয়া লোকজনে মুক্তিযোদ্ধাদের নানা ধরনের ভয়ভিতীসহ হুমকি প্রদর্শন করে।