জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করা হবে -মেয়র হিরন

বরিশাল সংবাদদাতা ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরীর প্রতিটি ওয়ার্ডের ভোট কেন্দ্রে অনুযায়ী ইউনিট কমিটি গঠন করবে বরিশাল মহানগর যুবলীগ। একই সঙ্গে এই ইউনিট কমিটিগুলো রাজনৈতিক ভাবে জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করবে। মহান বিজয় দিবসের পর থেকেই এই কমিটিগুলো গঠন করা হচ্ছে। পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটিও গঠন করা হবে। গতকাল বিকেলে বরিশাল সাকির্ট হাউজ মিলনায়তনে মহানগর যুবলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা এই সিন্ধান্ত নেন। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক এ্যাডভোকেট শওকত হোসেন হিরণ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ফারুক হাসান তুহিন, যুবলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠাগার বিষয়ক উপ সম্পাদক কাজী মাজাহারুল আলম ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অণ্যতম সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামূল ইসলাম নিজাম। মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক খান মামুন, শাহিন সিকদার, যুবলীগ নেতা এ্যাডভোকেট আমিনুল ইসলাম সেন্টু ছাড়াও প্রতিটি ওয়ার্ড কমিটির আহ্বায়ক, সভাপতি সাধারন সম্পাদক, ওয়ার্ড নেতাসহ বিভিন্ন এলাকার যুবলীগের নেতা-কমৃীরা উপস্থিত ছিলেন।

মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামূল ইসলাম নিজাম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের ভোট কেন্দ্রের সংখ্যা হিসাবে ইউনিট কমিটি গঠন করা হবে। ইউনিট কমিটি গঠন হয়ে গেলে পর্যায়ক্রমে ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি করার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়াও রাজনৈতিকভাবে জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে থাকবে মহানগর যুবলীগ বলে তিনি জানান।