বরিশাল হেযবুত তওহীদের সক্রিয় নারী সদস্য ও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বরিশাল সংবাদদাতা ॥ নগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ১জন শীর্ষ সন্ত্রাসী ও জেলার উজিরপুর উপজেলায় বিপুল পরিমাণ জঙ্গী বই,সিডি,ক্যালেন্ডার ও প্রচারনা মূলক লিফলেটসহ হেযবুত তওহীদের (নিষিদ্ধ জঙ্গী সংগঠন) ২ জন সক্রিয় নারী সদস্যকে পৃথকভাবে গ্রেফতার করেছে র‌্যাব-৮।  

র‌্যাব সূত্র আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিপিসি-১ এর একটি টহল দল বৃহস্পতিবার রাতে যথারিতি উজিরপুর থানার বিভিন্ন স্থানে ডিউটি করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার লস্করপুর গ্রামের মোছাঃ হালিমা বেগম-এর বাড়ীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিডি,বই বিভিন্ন ধরণের লিফলেট প্রচার ও বিতরনের জন্য হেযবুত তওহীদের সদস্যরা একত্রিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে মোছাঃ হালিমা বেগম (৪৫),মোছাঃ মাহফুজা বেগম (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে,তারা দীর্ঘদিন যাবৎ ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সহজ সরল অল্পশিক্ষিত মানুষদের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নাশকতা মুলক প্রচার কাজ করছিল।

অপরদিকে সিপিসি-১ এর অপর একটি টহল দল বাংলার অক্সফোর্টখ্যাত ব্রজমোহন কলেজের মেধাবী ছাত্রনেতা ও মহানগর ছাত্রলীগের অন্যতম সদস্য মজিউর রহমান শাওনকে হত্যার উদেশ্যে চুরিকাঘাত করে গুরুতর জঘম করা মামলার ১নং আসামী। ২০১০ সালে পাউবি’র কোটি টাকার টেনন্ডারকে কেন্দ্র করে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিকে লাঞ্চিত ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা এলাকার দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন  থেকে পিতা মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী সাকিব আলম দোলন (২৬) কে গ্রেফতার করেছেন র‌্যাব। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, সিপিসি-১ এর অধিনায়ক রাশেদুল ইসলাম।