আইনী পরীক্ষায় বে-আইনী পন্থা অবলম্বন – বরিশাল বিএম কলেজের ভিপি পরীক্ষা হল থেকে বহিস্কার

নিজস্ব সংবাদদাতা ॥ আইনী পরীক্ষায় বে-আইনী পন্থা অবলম্বন করায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্র সংসদের আদলে গঠিত ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষারকে পরীক্ষার হল থেকে বহিস্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন তুষারকে নকলসহ হাতেনাতে আটকের পর তাকে হল থেকে বহিস্কার করেন। কলেজ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ল’পরীক্ষার শেষ বর্ষের ‘অপরাধ আইন ও ফৌজধারী কার্যবিধি’ বিষয়ের পরীক্ষা ছিলো। সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রের অনার্স ভবনের দ্বিতীয় তলায় ২০২নং কক্ষে পরীক্ষায় অংশ নেয় মঈন তুষার। বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনের আসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহামুদ। এসময় তিনি মঈন তুষারকে বইয়ের কাটা পৃষ্ঠা টেবিলের ওপর রেখে উত্তরপত্রে লিখতে দেখেন। তাৎক্ষনিক মঈন তুষারকে হল থেকে বহিস্কার করেন ম্যাজিষ্ট্রেট রুবেল মাহামুদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহামুদ জানান, পরীক্ষা হলে নকল করার অপরাধে আইনে যে শাস্তির বিধান রয়েছে মঈন তুষারের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মঈন তুষার বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ভাল হয়নি। তাই প্রশ্ন কমন না পরায় নিদৃষ্ট সময়ের আগেই পরীক্ষা হল ত্যাগ করেছি। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক জানান, ম্যাজিষ্ট্রেট মঈন তুষারকে নকলসহ আটকের পর হল থেকে বের করে দিয়েছে। এছাড়া আগামী বছর পরীক্ষায় অংশ নেয়ার জন্য মঈন তুষারকে ভালভাবে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন।