আগৈলঝাড়ার বাকাল গ্রামে সাত জুয়াড়ীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাত জুয়াড়ীকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হলে ওই সাতজনকেই জরিমানা করা হয়।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বাকাল গ্রামের শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় বাকাল গ্রামের হাসেম আলী ফকিরের পুত্র শাহ আলম ফকির, একই গ্রামের মোস্তফা ফকিরের পুত্র রহিম ফকির, সাহেব আলী ফকিরের পুত্র সবুজ ফকির, দ্বিজেন রায়ের পুত্র বিধান রায়, বিশ্বদেব মন্ডলের পুত্র শরত মন্ডল ও অধির রায়ের পুত্র অপু রায়কে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করে। এ সময় জুয়ার কোট থেকে চার হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারের আদালতে সোর্পদ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেক জুয়াড়ীকে ৫’শ টাকা করে জরিমানা করেন।