গৌরনদীতে ভূমি নীতিমালা ইস্যুতে স্থানীয় সংসদ সদস্যের সাথে সংলাপ

নিজস্ব সংবাদদাতা ॥ দক্ষিনাঞ্চলের উপকুলীয় হতদরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, অধিকার আদায়, জনগনের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার পাবলিক পলিসি ফোরামের সদস্যরা ভ’মি নীতিমালা ইস্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস’র সাথে সংলাপ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাষ্ট এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ও প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশনস্ এ্যান্ড প্রাকটিসেস (প্রদীপ)’র উদ্যোগে উপজেলার কারিতাস হল রুমে এ্যাডভোকেসি সভা ইউপিপিএফের আহবায়ক পিটার এস রতেœর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক দয়ানিধি বিশ্বাস। বক্তব্য রাখেন প্রদীপের প্রকল্প পরিচালক এসএম সিরাজুল ইসলাম,  গৌরনদী উপজেলা পাবলিক পলিসি কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া উপজেলা পাবলিক পলিসি কমিটির সদস্য সচিব  নিত্যানন্দ মজুমদার,  স্পিড ট্রাষ্ট কর্মকর্তা কামরুল তানভীর , বীর মুক্তিযোদ্ধ শামচুল হক আকন, , কারিতাসের এরিয়া ব্যাবস্থাপক বেঞ্জামিন বেপারী, শিক্ষক শামচুল আলম মোল্ল¬া, সাবেক পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন, প্রোগ্রাম অফিসার নাসরিন আকতার, প্রদীপের প্রোগাম অফিসার শাকিল ফেরদাউস, শিলা গমেজ, আলোকিত সময়ের বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, সমাজ উন্নয় প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক সায়েদ বিন ভুইয়া পান্না, শাহজাহান শরীফ, শামীম আহম্মেদ,লক্ষন বৈরাগী,ঝর্না রানী দাস,শিক্ষিকা আভা মূখার্জী প্রমুখ।