শাবাশ বাংলাদেশ ক্রিকেট টিম

নিজস্ব সংবাদদাতা ॥ আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই সফলতা দেখে স্বাগতিক বোলাররা। দলীয় ১৭ রানের মধ্যেই সোহাগ গাজী ও শফিউল ইসলামের শিকার হয়ে মাঠ ছাড়েন কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল। শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

গত ম্যাচের অভিজ্ঞতার আলোকে লক্ষ্যটা সহজ ছিল না মোটেই। ইনিংস শুরুর কয়েক ওভারের মধ্যে আশঙ্কাটা বেড়ে যায় আরও। দলীয় ৩০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল, এনামুল হক ও জহুরুল ইসলাম। কিন্তু চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ৯১ রানের জুটিতে পাল্টে যায় দৃশ্যপট। ম্যাচে ফেরে বাংলাদেশ। আর পিছু ফিরে তাকাতে হয়নি। সহঅধিনায়ক মাহমুদউল্লাহ ফেরেন ৪৮ রান করে। অধিনায়ক মুশফিকুর রহিম আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। এর পর সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে মমিনুল হক করেন ২৫ রান। শেষের সোহাগ গাজী ১৯ বলে ১৯ রন করেন। দলের জয় নিশ্চিত করে নাসির হোসেন ৫২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ: ২১৭/১০ (৪৮ ওভার)
পোলার্ড ৮৫, ব্রাভো ৫১, টমাস ২৫
শফিউল ৩/৩১, মাহমুদউল্লাহ ২/৩৮, মমিনুল ২/১৪

বাংলাদেশ: ২২১/৮ (৪৪ ওভার)
মাহমুদউল্লাহ ৪৮, মুশফিকুর ৪৪, নাসির ৩৯*
রোচ ৫/৫৬, নারাইন ৩/৩৮

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।