গৌরনদীতে বিএনপি নেতাসহ আহত ১০ – গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পিকেটিংকালে রবিবার সকালে স্থানীয় ছাত্র ও যুবলীগ নেতাদের হামলায় বিএনপি নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় পুলিশ এক বিএনপি সমর্থককে গ্রেফতার করেছে।

জানা গেছে, সকালে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শেষে পিকেটিংকালে ছাত্র ও যুবলীগের হামলায় বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খানসহ তার সমর্থক আলীম খান, রব হাওলাদার, মামুন প্যাদা, মাসুদ, কায়েস সিকদার, রাজিব, রাসেল, আমিন, মিজান রক্তাক্ত জখম হয়। এসময় পুলিশ বিএনপি সমর্থক মাসুদকে গ্রেফতার করে। একইদির সকালে জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে মহাসড়কের ভূরঘাটা, গৌরনদী, কাছেমাবাদ, বাটাজোর, টরকী ও বামরাইল বাসষ্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছেন তার সমর্থকেরা। মহাসড়কের গৌরনদী, দক্ষিণ বিজয়পুরসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপি দলীয় স্থানীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের সমর্থকেরা। পৌর এলাকার কসবা নামকস্থানে পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনিরের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এসব এলাকায় বিক্ষোভ প্রদর্শনকালে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।