বরিশালে যুবদল-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০

বরিশাল সংবাদদাতা ॥ ১৮ দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালে যুবদলের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ এবং টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে। এসময় দুই জনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে মহানগর যুবদল নেতা জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া সেতু এলাকায় অবরোধ সৃষ্টি করে। পুলিশ সেখানে গিয়ে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে এবং টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বেলা সাড়ে ১২টার দিকে যুবদলের ওই নেতাকর্মীরাই দ্বিতীয় বার সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়ার করে। এসময় পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এক দল পিকেটার দু’দফা সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহনে ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে লাঠি চার্জ ও টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। ২ রাউন্ড টিয়ার সেল ও ৩৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আরো জানান, পিকেটারদের হামলায় আ. লতিফ ও কামরুজ্জামান নামে পুলিশের দুই কনষ্টেবল আহত হয়েছে। এছাড়া পিকেটিং কালে শাকিল ও মিলন দুই পিকেটারকে আটক করা হয়েছে।

এব্যাপারে মহানগর যুবদল নেতা জিয়াউদ্দিন সিকদার জানান, তাদের শান্তিপূর্ন কর্মসূচিতে ক্ষমতাশীন দলের সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব এসে তাদের সাথে যোগ দেয়।

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গরিয়ারপাড় এলাকায় জেলা বিএনপির নেতাকর্মীরা যানবাহনে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ দু’রাউন্ড টিয়ালসেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অপর দিকে গৌরনদীতে ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।