গৌরনদীতে রোকেয়া দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা ॥ নারী মুক্তির অগ্রদূধ বেগম রোকেয়া দিবস ২০১২ উপলক্ষ্যে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু বকর সিবলী। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিমার খান মোঃ মনিরুজ্জমান, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিনাত খান, কলেজ শিক্ষার্থী সুদীপ্তা চক্রবর্তী, চায়না আকতার, প্রিয়াংকা দাস, ফেরদৌস ইসলাম, মুনা আক্তার প্রমূখ।