আজ থেকে বরিশালে মাস ব্যাপী আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু

বরিশাল সংবাদদাতা ॥ বরিশালে আজ থেকে শুরু হবে মাস ব্যাপী ১০ আন্তর্জাতিক বানিজ্য মেলা। বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এ বানিজ্য মেলা অনুষ্ঠিত হবে। আজ বিকেল সাড়ে তিনটায় নগরীর বান্দ রোডস্থ  মেরিন ওয়ার্কসপ মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সামসুদ্দিন আহম্মেদ মেলার উদ্ভোধন করবেন।

মেলার আয়োযোগ কমিটির আহ্বায়ক কাউন্সিলর এটি কে এম শহিদুল্লাহ কবির জানান, এবারের মেলায় ব্যতিক্রম আয়োজন নিয়ে দেশি বিদেশি ১২০ টি স্টল থাকবে। বিনোদনের জন্য বিগত বছরের ন্যায় মেলায় সার্কাস, নাচ-গান, হাউজির কোন আয়োজন থাকবেনা। তবে থাকবে গ্রাম বাংলার ঐতিয্যবাহী নাগরদোলা, শিশুদের বিনোদনের জন্য থাকবে ইলেকট্রিক ট্রেন। সব মিলিয়ে এবারের মেলা শুধুমাত্র ব্যবসা বান্দব করার প্রস্তুতি নিয়েছে আয়োযোগ কমিটি।

বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাঈদুর রহমান রিন্টু বলেন, বিগতদিনের মেলার কথা বিবেচনায় রেখে হাউজি, নাচ, সার্কাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুধু মাত্র শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন সাধারনের কথা বিবেচনা কওে এবারও মেলার প্রবেশ মুল্য নির্ধারন করা হয়েছে ১০ টাকা।