গৌরনদীতে বিএনপির ৩৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা॥ ১৮ দলীয় ঐক্য জোটের সারাদেশে ‘রাজপথ অবরোধ’ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইল্লা ও কটকস্থলে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করার অভিযোগে রবিবার রাতে স্থানীয় বিএনপির অজ্ঞাতনামা ৩৫ জন নেতা-কর্মীকে আসামি করে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের খবরে বিএনপিসহ ১৮ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক দেখা দিয়েছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, রবিবার ভোর চার টার দিকে বিএনপি’র নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের বিশাল আঁকারের কয়েকটি সরকারি গাছ কেটে ইল্লা ও কটকস্থলে সড়কের ওপর ফেলে অবরোধ করেন। ফলে সকাল ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত সড়ক পথে  দণিাঞ্চেলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ সময় দুরপাল্লার নৈশ কোচ ও পন্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। যানবাহন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সরকারি গাছ কাটা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে রবিবার রাতে গৌরনদী থানার উপ-পরিদর্শক সোলায়মান মাহমুদ বাদি হয়ে স্থানীয় বিএনপির অজ্ঞাতনামা ৩৫ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।