বরিশালে কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উম্মুক্ত পাবলিক স্কয়ার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরবাসী ও দেশ-বিদেশী ভ্রমন পিপাসুদের কাছে নগরীকে আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিভাগে এই প্রথম প্রায় ১ কোটি ৫০ ল টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি উম্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর প্রাণকেন্দ্র সদর রোড ঐতিহ্যবাহী বিবির পুকুরপাড়ে জনসাধারনের বিনোদনে প্রায় দেড়কোটি টাকা ব্যয়ে সবুজ বনায়ন, রং বেরংঙ্গের টাইলস্ ও অত্যাধুনিক লেজার লাইট স্থাপন মাধ্যমে নির্মিত হচ্ছে পাবলিক স্কয়ার। ব্যস্ততম এ নগরীর মাঝে কোলাহল মুক্ত পরিবেশ ও সামান্য বিনোদনের জন্য দ্রুতগতিতে রাত-দিন এক করে নির্মান করা হচ্ছে পাবলিক স্কয়ারটি। সূত্র আরো জানা গেছে, আশা করা যাচ্ছে বিসিসি’র নিজস্ব অর্থায়নে এ পাবলিক স্কয়ারটি আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে। নির্মান শ্রমিক আব্দুস সালাম বলেন, আমরা প্রায় ৩০জন নির্মান শ্রমিক দিনরাত নিরলসভাবে কাজ করছি। বিভাগের মধ্যে সর্বাধুনিক এ পার্কটি নির্মান করতে পেরে আমরা আনন্দিত। রাহাত ট্রেডিং-এর ঠিকাদার মোঃ ইদ্রিস মিয়া সবুজ জানান, উম্মুক্ত পাবলিক স্কয়ারটিকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্মান করা হবে। প্রথমে পাবলিক স্কয়ারটি নির্মান করার জন্য প্রকৌশলীরা যে নক্শা দিয়েছিলো। সিটি মেয়র ও এলজিইডি প্রতিমন্ত্রীর নির্দেশে পরে তা পরিবর্তন করে অনেক বেশী আধুনিকায়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, পাবলিক স্কয়ারটি মধ্যপ্রাচ্যের একটি পার্কের আঁধলে করা হবে। এ পাবলিক স্কয়ারে ডিজিটাল সাইন বোর্ড, প্রজেক্টর ও বিভিন্ন কোম্পানীর ডিজিটাল বিজ্ঞাপন দিয়ে সাজানো হবে। নগরবাসীর চাহিদার কথা চিন্তা করে এখানে একটি কেন্টিন ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।