বানারীপাড়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল

বানারীপাড়া সংবাদদাতা ॥ বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ইস্যুবিহীন হরতালের প্রতিবাদে বানারীপাড়ায় আওয়ামীলীগ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে উপজেল্ াচেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া হরতাল বিরোধী মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি  শেষে বাসষ্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুক,পৌর মেয়র ও আ’লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা জিয়াউল হক মিন্টু,যুগ্ম সম্পাদক রাহাদ সুমন,যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র জাকির হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মশিউর রহমান কামাল,আ’লীগ নেতা হারুন-অর রশিদ,মিলন মুন্সি,ওয়াহেদুজ্জামান মিলন,ইউনুস মিয়া,রেজাউল করিম মাল,যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক বেপারী,শ্রমিকলীগের আহবায়ক জামাল হোসেন,ছাত্রলীগ নেতা সুমন মোল্লা প্রমূখ।সমাবেশে উপজেলা চেয়ারম্যান গোল্মা ফারুক প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্বাধীনতা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত-শিবিরকে বঙ্গবন্ধুর বাংলায় নিষিদ্ধ করার দাবি জানান।

এদিকে বানারীপাড়ায় হরতাল সমর্থকদের মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কলেজ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।দুপুরে পৌর বিএনপির সম্পাদক ও কাউন্সিলর রিয়াজ মৃধার নেতৃত্বে হরতাল সমর্থকরা পৌর শহরের টিঅ্যান্ডটি মোড় থেকে মিছিল বের করে বাসষ্ট্যান্ডে এলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। হরতালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। একারনে ঢাকা থেকে আসা জাতীয় পত্রিকা বানারীপাড়ায় সকালের পরিবর্তে বিকেলে আসায় পাঠকদের মাঝে হতাশার সৃষ্টি হয় এবং এজেন্ট লোকশানের শিকার হন।