গৌরনদী ও আগৈলঝাড়ায় গাড়ি ভাংচুর চাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ – আহত ৩০ ॥ আটক-১ ॥ বিএনপি’র অফিসে হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে হরতাল সমর্থকনকারী পিকেটাররা মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে একটি চাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে। এছাড়া রোগীবাহী একটি এ্যাম্মুলেন্সসহ ৯টি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি-জামাতের অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থকেরা দিনাজপুর থেকে ঝালকাঠীগামী চাল বোঝাই (ঢাকা মেট্রো ১৬-৬৫৫২) ট্রাকের গতিরোধ করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়। এছাড়া সোমবার রাতে আগৈলঝাড়ার সুজনকাঠীতে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এসময় বাসের ২২ জন যাত্রী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মীরা অর্তকিত ভাবে  গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তরপ্রান্তের বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাংচুর করে।

অপরদিকে যুব ও ছাত্রলীগ কর্মীরা গৌরনদী বাসষ্ট্যান্ডের তৈল ব্যবসায়ী সিরাজ হাওলাদারকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করেছে। দিনভর সরকার দলীয় নেতা-কর্মীরা পুলিশের পাশাপাশি গুরুতপূর্ণ এলাকায় মটরসাইকেল মহড়া দিয়েছে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, ট্রাকে অগ্নিসংযোগের ফলে প্রায় ছয় লাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানার এএসআই শামীম আহম্মেদ বাদী হয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় সিরাজ হাওলাদার নামে গৌরনদী বাসষ্ট্যান্ডের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।