ঘন কুয়াশায় দক্ষিনাঞ্চলের সড়ক ও নৌ-রুট মারাত্মক ঝুঁকিপুর্ণ

নিজস্ব সংবাদদাতা ॥ ঘন কুয়াশায় বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চল জুড়ে অন্যতম চলাচল মাধ্যম নৌ-রুট বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল মারাত্মক ঝুঁকিপুর্ন হয়ে পরেছে। সাধারনত প্রতিদিন ভোর তিনটা থেকে চারটার মধ্যে লঞ্চগুলি ঘাটে পৌঁছে থাকলেও ঘন কুয়াশার কারনে গত দু’দিন ধরে দুপুরের পর থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত লেগে যাচ্ছে লঞ্চগুলো গন্তব্যে পৌঁছাতে। নৌ-পথের পাশাপাশি সড়ক পথেও বিরাজ করছে একই অবস্থা। কুয়াশায় অনেকস্থানে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের ৭/৮ ঘন্টা পরে গন্তব্যে পৌঁছচ্ছে এসব যানবাহন। হঠাৎ করে কুয়াশার আবির্ভাব আর যান চলাচলে বিঘœতার কারনে অগনিত মানুষকে তীব্র ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারনে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি লঞ্চ দুপুর ১২ টার পর বরিশাল নৌ-টার্মিনালে এসে পৌঁছেছে। এতে লঞ্চে থাকা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অধিকাংশ পত্রিকা বহনকারী গাড়ীগুলো বরিশাল পৌঁছেছে দুপুর ২টার পরে। ফলে সকাল থেকে জাতীয় পত্রিকা হাতে পায়নি গ্রাহকেরা।