বরিশালে হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের গাড়িতে হামলা-ভাংচুর – হরতাল সমর্থকরা তৎপর থাকলেও ঢিলে-ঢালা হরতাল পালিত

বরিশাল সংবাদদাতা ॥ হরতালের সমর্থনে পিকেটাররা ভোরে হাসপাতাল রোড এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালায় পিকেটাররা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ লাঠিচার্জ করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। সকালে নগরীর হাসপাতাল রোড, সিএন্ডবি রোড, নবগ্রাম রোড ও হাসপাতাল রোডে টায়ার জ্বালিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, পিকেটিং করেছে জেলা ও মহানগর ছাত্রদল। গড়িয়ারপার এলাকায় একটি বাসে হামলা চালায় পিকেটাররা।

আগের রাতে নগরীর বটতলা এলাকায় ট্রাকে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। নাজির পোল এলাকায় হরতাল সমর্থনের একটি বিক্ষোভ মিছিল চলাকালে ভাংচুর করা হয় গাজী মিলানায়তন সংলগ্ন পঙ্কজ ওরফে ডেকরেটর পঙ্কজের ফার্নিচারের দোকানের গ্লাস ও সাইনবোর্ড। এরপরপরই নগরীর ঝাউতলা ৩য় গলির অমৃত লাল দে কলেজ সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হরতাল সমর্থনে একটি মিছিল বের করে। মিছিল থেকে অটো রিক্সা ভাংচুর করা হয়।

দুপুরে সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকে হামলার প্রতিবাদে কর্মচারীরা নগরীর সদর রোডে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে।  
অভ্যন্তরীন ও দুরপাল¬ার রুটে  বাস চলাচল বন্ধ ছিলো। নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। অফিস আদালত খোলা ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।