বরিশালে হাত-পা বেধে ৮ লাখ টাকার মালামাল লুট

আহমেদ জালাল, বরিশাল ॥ নগরীর ২৬ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদীর একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ীর দুটি পরিবারের ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মী করে হাত-পা বেধে নগদ দেড় লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকারসহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ঘটনায় বুধবার বরিশাল কোতায়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

জানা গেছে, নগরীর দক্ষিণ সাগরদীর ফকির বাড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অবসর প্রাপ্ত পূবালী ব্যাংক’র ব্যবস্থাপকের বাড়ীতে মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ওই বাড়ীর মুল ফটক ও কলাপসিবল গেট ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে ডাকাতরা। পরে বাড়ীর দুটি ইউনিটে ভাড়াটে বাসিন্দা প্রবাসী আঃ বাছেদ সিকদার ও একটি বেসরকারী প্রতিষ্ঠানের ম্যানেজার বেল্লাল হোসেন’র ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে হাতে থাকা ধাড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসী আঃ বাছেদ সিকদারের স্ত্রী ফরিদা বেগম, তার মা মনোয়ারা বেগম, বোন মাহমুদা বেগম, ছেলে ফাহিম ও ভাগিনা সাব্বির হোসেন এবং অপর ইউনিটের বাসিন্দা বেল্লাল হোসেন ও তার ভাগিনা সম্রাট’র হাত-পা বেধে ফেলে। একপর্যায় একাধিক আলমিরা ভাংচুর করে দুই ফ্লাট থেকে নগদ দেড় লাখ টাকা, ১২ ভরি স্বর্নালংকার, ২ ভরি রুপোর অলংকার, ৫টি মোবাইল সেট ও মূল্যবান শাড়ি লুটে নেয়। এদিকে, সকালে খবর পেয়ে কোতায়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেল্লাল হোসেন বাদী হয়ে কোতায়ালী মডেল থানায় অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।