গণতন্ত্রের নামে যাতে জনগণের সম্পত্তি পোড়ানো না হয় -স্বরাষ্ট্র সচিব মুসতাক

নিজস্ব সংবাদদাতা ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিইউকে মুসতাক আহম্মদ বলেছেন, এখন হরতালের নামে হরতাল সমর্থকরা হামলা চালিয়ে এ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে (যানবাহনে) অগ্নিসংযোগ ও ভাংচুর করে। হরতাল শুরুর আগে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগে জনগণের জানমালের ক্ষতি সাধন করে। সরকারি সম্পত্তিই হল জনগণের সম্পত্তি। তাই গণতন্ত্রের নামে যাতে জনগণের সম্পত্তি পোড়ানো না হয়। বৃহস্পতিবার বিকালে গৌরনদী ফায়ার ষ্টেশনে এ্যাম্বুলেন্স হস্তন্তর ও গৌরনদী থানায় আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা প্রঙ্গণে জেলা পুলিশ সুপার এহ্সানউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিইউকে মুসতাক আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি ডাঃ আবদুর রহিম, জেলা প্রশাসক মোঃ শহিদুল আলম, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন, গৌরনদী থানার ওসি আবুল কালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ আলম মঞ্জু, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আহসান মিলন, সৈকত গুহ পিকলু, শাহ্জাহান প্যাদা, ওলামালীগের নেতা মাওলানা নুরুল হক, যুবলীগ নেতা মামুন মিয়া, ছাত্রলীগ নেতা সৈয়দ মাহাবুব আলম প্রমূখ। বক্তারা গৌরনদী থানাকে মডেল থানায় উন্নতি করার দাবি করলে প্রধান অতিথি দাবি পূরণের আশ্বাস দেন এবং গৌরনদীর আইন শৃংখলায় সন্তোষ প্রকাশ করেন। গৌরনদীর উন্নয়নে অবদান রাখার জন্য গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে স্বরাষ্ট্র সচিব সিইউকে মুসতাক আহম্মদকে সংবর্ধনা দেয়া হয়।