মুসলমান হওয়ার প্রথম শর্ত ঈমান,যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননা তারা প্রকৃত মুসলমান নন -চরমোনাই পীর রেজাউল করিম

রাহাদ সুমন, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের মাহফিলে প্রধান অতিথির বয়ানে চরমোনাইর পীর হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম বলেন এক শ্রেণীর লোক বলে বেড়ান যে দেশটা হুজুরেরা খেয়ে ফেলছে অথচ যারা দেশ শাসন করে লুটেপুটে খাচ্ছে সেই চৌকিদার থেকে শুরু করে এমপি-মন্ত্রীরা তো হুজুর নয়।তাহলে হুজুররা খেলো কোথায়? তিনি আরও বলেন মুসলমান হওয়ার প্রথম শর্ত ঈমান, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননা তারা প্রকৃত মুসলমান হতে পারেননা। তিনি সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন(পাইলট) মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শীহাবউদ্দিন নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন চরমোনাইর খলিফা ও নলছিটির কাঠিপাড়ার পীর হযরত মাওলানা সেকেন্দার আলী। মাহফিলে আখেরী মোনাজাতে হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম দেশ, জাতির ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং অগ্রগতি কামনা করেন।