আগৈলঝাড়ায় বিএনপি ও জামায়াতে নেতারা এলাকাছাড়া – পুলিশের বাড়িতে বাড়িতে তল্লাশী

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ গত সোমবার রাতে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের পরে যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়া রয়েছে। জানাগেছে, বিএনপি এই প্রথম হরতালের সমর্থনে বরিশালের আগৈলঝাড়ায় গাড়ি ভাংচুর করেছে। এঘটনায় পুলিশের এসআই শহিদুর রহমান বাদী হয়ে গত মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক জিএস মহি উদ্দিন পিন্টু, যুবদল নেতা সালমান হাসান রিপন সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জন আসামী করে মামলা দায়েরের পরে  যুবদলের, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে এলাকাছাড়া রয়েছে। এঘটনায় পুলিশ গত বুধবার রাতে উপজেলা সদর থেকে যুবদল নেতা সাইফুল ইসলাম জিয়াকে গ্রেফতার করে গাড়ি ভাংচুর মামলায় বরিশাল আদালতে প্রেরণ করেন। গাড়ি ভাংচুরের মামলা হওয়ার পরে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। তার পরেও পুলিশ প্রতিদিন রাতে ও দিনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতারের জন্য তল্লাশী চালাচ্ছে।