বরিশালে বিজয় র‌্যালী “মুজিবের বাংলার-যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই”

নিজস্ব সংবাদদাতা ॥ “মুজিবের বাংলার-যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই” শ্লোগানে মুখর হয়ে গতকাল রবিবার সকালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করে নগরীতে বিশাল বিজয় র‌্যালী বের করা হয়।

এরপূর্বে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল নগরীর পুলিশ লাইনস মাঠে ২১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সরকারী, বে-সরকারী, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে কালেক্টরেট জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোখলেছুর রহমান। গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শনিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আ’লীগ নেতৃবৃন্দ, বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির সভাপতি এম.এম মনির-উজ জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।