বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

বানারীপাড়া সংবাদদাতা ॥ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রত্যুষে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল সাড়ে ৯ টায় বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে  ইউএনও আব্দুল আলিম খান ওয়ারেশীর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থাণীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা ।উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুন ঘোষ,ডেপুটি কমান্ডার কাজী নুরুল ইসলাম,ওসি মেছবাউদ্দীন প্রমূখ। পরে এমপি মনি,উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার নেতৃত্বে পৌর শহরে বিজয় র‌্যালী বের করা হয়। একই সময় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, আ’লীগ নেতা এ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,আক্তার হোসেন মোল্লা,পৌর আ’লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ। পরে পৌর শহরে তারা বিজয় র‌্যালি বের করে। অপরদিকে উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদারের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা ও বিজয় র‌্যালী বের করা হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আব্দুল আলিম খান ওয়ারেশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুন ঘোষ,ডেপুটি কমান্ডার কাজী নুরুল ইসলাম ও সাবেক কমান্ডার আবুল হাসান বালী । একই সময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও মহিলাদের ক্রিড়া  প্রতিযোগীতা  এবং বিকেলে বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।