নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ “আমাদের লক্ষ্য শিশুদের প্রতিভা বিকাশ” শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার সকাল দশটায় বরিশালের আগৈলঝাড়ায় উদ্বোধন করা হয় দু’দিনব্যাপী শিক্ষা মেলা। ওয়ার্ল্ড ভিশন (এডিপি) আগৈলঝাড়ার আয়োজনে উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারপাইক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ। সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন দাতা সংস্থা জাপানের প্রতিনিধি প্রেমসন ম্রং, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সুজন ডেবিট, প্রিয় লাল মন্ডল। বক্তব্য রাখেন সংস্থার কর্মকর্তা রবিন বিশ্বাস, দেবাশিষ দত্ত, চালস মৃদুল সরকার প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।