গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে  নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০১২ উদযাপিত হয়। সুর্যদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৯টায় গৌরনদী গালর্স হাইস্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী । প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান । পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১টায শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ওসি আবুল কালাম, প্রবীন সমাজ সেবক কালীয়া দমন গুহ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বক্তব ্যরাখেন  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মোঃ আলাউদ্দিন বালী, ডেপুটি কমান্ডার মনিরুল হক, ছাত্রনেতা সৈয়দ মাহাবুব আলম, লুতফর রহমান দিপ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।