ভূমি নীতি সংশোধন বা উন্নয়নের দাবিতে গৌরনদীতে পাবলিক পলিসি ফোরামের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা ॥ ভূমি নীতি সংশোধন বা উন্নয়নের দাবিতে গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে গতকাল সোমবার সকালে গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য সচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, বেসরকারি উন্নয়ন সংগঠন স্পিড ট্রাস্ট এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় গণমানুষের মৌলিক অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির জন্য ‘‘প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশন্স এ্যান্ড প্র্যাকটিসেস্-প্রদীপ” প্রকল্প মার্চ ২০১২ থেকে বরিশাল জেলার ৬টি উপজেলায় (বরিশাল সদর, বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া) পাবলিক পলিসি ফোরামের (পিপিএফ) সদস্য এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহন ও সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ‘প্রদীপ’ প্রকল্প নাগরিক সমাজ সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য বেসরকারি সক্রিয়জন /স্টেকহোল্ডারদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে সাহায্য করছে। এই প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ আইনপ্রণয়ন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং সংসদকে আরো বেশি কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে সাহায্য করবে। এই উদ্দেশ্য বাস্তবায়নের একটি কৌশল হচ্ছে, স্থানীয় নাগরিকদের সমন্বয়ে উপজেলা পাবলিক পলিসি ফোরাম গঠন। পাবলিক পলিসি ফোরাম একটি ‘নাগরিক ফোরাম/উদ্যোগ’ যা নীতি নির্ধারণ বিষয়ে নাগরিকদের সচেতনতা তৈরি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে নাগরিকদের চাহিদা বাস্তবায়নে আরো সক্রিয় করতে জনগণকে সাথে নিয়ে কাজ করার একটি প্রক্রিয়া। এই নাগরিক উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, সরকারি সেবার মান কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সে বিষয়ে ষ্টেকহোল্ডার ও বিশেষজ্ঞদের চিন্তাভাবনা ও প্রস্তাবসমূহ সংসদকে জানানো। এর ফলে নাগরিকদের দাবীদাওয়ার প্রতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাড়া দেওয়ার ক্ষেত্রে নাগরিক উদ্যোগ একটি কার্যকরী হাতিয়ার হিসাবে কাজ করবে। এ ফোরাম স্থানীয় সাধারণ নাগরিক এবং তাদের এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের সাথে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ইস্যুতে মুক্ত আলোচনার সুযোগ করে দিবে। এ ছাড়া ভূমি নীতি সংশোধন বা উন্নয়নের দাবিতে সক্ষম কন্যাসন্তানসহ বিধবা নারীদের খাসজমিতে অধিকার নিশ্চিত করতে হবে এবং এ লক্ষে  নীতিমালা  পরিবর্তন করা জরুরি। পাঠ্য পুস্তকে ভূমি সংশ্লিষ্ট বিষয়কে অন্তর্ভূক্ত করার মাধ্যমে সকলের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করার ব্যবস্থা করা। উত্তরাধিকার আইন পরিবর্তণ করে ভূমিতে নারী পুরুষের সমান অধিকার দেবার ব্যবস্থাসহ খাস জমিতে নারী প্রধান পরিবারকে প্রাধান্য দিয়ে পূর্বের আইন ফিরিয়ে আনাসহ ২৫ দাবি উপস্থাপন করা হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপের প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, প্রোগ্রাম অফিসার সাকিল ফৌরদাউস, শিলা গমেজ।