এলাকাবাসী ও চেয়ারম্যানের ক্ষোভ – আগৈলঝাড়ায় সওজ কর্মকর্তার উপস্থিতিতে বাইপাস সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

আগৈলঝাড় সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় খোদ সওজ কর্মকর্তার উপস্থিতিতে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, নির্মাণাধীন গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী থেকে কান্দিরপাড় পর্যন্ত ৪ কি.মি বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল। সরকার সড়ক প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ করেছে ১শ’ ফুট। জমি অধিগ্রহণ ও ক্ষতিপুরণ বাবদ সরকার এতে ব্যয় ধরেছে ১২ কোটি ৩২ লাখ টাকা। কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠানটি অধিগ্রহণকৃত জায়গার কোন অবশিষ্টাংশ বাদ না রেখে ফুল্লশ্রী এলাকায় সওজের কার্যসহকারী মুজিবর রহমানের উপস্থিতিতে গভীর করে মাটি কাটার ফলে সরকারের অধিগ্রহণকৃত জায়গাই নয়, পাশ্ববর্তী এমন জমিগুলো ভেঙে পরেছে ওটিবিএল-এর খননকৃত (খাল) জায়গায়। এতে ওই এলাকার জনগণ গতকাল সোমবার সকালে বিক্ষোভ প্রদর্শণ করেছেন। অধিগ্রহণকৃত জমি ছাড়া পাশ্ববর্তী জমি ভেঙে পড়ায় জমির মালিক পরিতোষ দত্ত, সঞ্জয় দাস, কামাল পাইক, প্রভাত দাস, সোনামদ্দিন খলিফাসহ বিক্ষুব্ধ লোকজন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাটি কাটায় বাঁধা দেয়। এসময় তারা স্থানীয় বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসকে ঘটনা জানালে তিনিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল-এর সাইট ম্যানেজার বাবুল সরদারকে বলেন। এব্যাপারে সওজের উপ-সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল উপস্থিত থেকে সাধারণ জনগণের ক্ষতি হওয়া জায়গা ঠিকাদারী প্রতিষ্ঠানের মেশিন দিয়ে ভরাট করে দিয়েছেন। তিনি জানান, মাটি কাটায় অনিয়ম হয়েছে বলেই এটাকে সংশোধন করার জন্য ভরাট করে দিয়েছি। তবে পরবর্তীতে সাবধানের সাথে কাজ করার জন্য তাদের নির্দেশ দিয়েছি।

এলাকাবাসী ও চেয়ারম্যানের ক্ষোভ - আগৈলঝাড়ায় সওজ কর্মকর্তার উপস্থিতিতে বাইপাস সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ