বরিশালে হারতাল সমর্থকদের ওপর র‌্যাবের লাঠিচার্জ, আহত ২

এম.মিরাজ হোসাইন, বরিশাল ॥ র‌্যাবের লাঠিচার্জ ও শান্তিপূর্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাম মোর্চার  সকাল-সন্ধ্যা হরতাল গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। সকাল ১০টার দিকে নগরীর জিলা স্কুল ও কাকলির মোড় এলাকায় পিকেটিং করার সময় ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা। এতে বরিশাল মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তর চক্রবর্তী ও সরকারি বিএম কলেজ শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত আহত হয় । বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম বলেন পিকেটিং করার সময় র‌্যাব সদস্যরা আমাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এদিকে, মঙ্গলবার ভোর ৬টায় ঘন কুয়াশার মধ্যে হরতালের সমর্থনে নগরীতে মিছিল বের করেন সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতাকর্মীরা। এসময় তারা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। বেলা সাড়ে ১১টায় নগরীতে পুনরায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর তারা সদর রোডে সমাবেশ করেন। পুলিশের সামনেই চলে এসব মিছিল-পিকেটিং। এদিকে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে যানবাহন চলাচল ছিল অন্য দিনের তুলনায় অনেক কম । গতকাল বরিশাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ছাড়েনি অভ্যন্তরীণ রুটের কোনো বাসও। এ সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছে টেম্পু, ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশার চালকরা। ফলে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। ভোর থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে একাধিক লঞ্চ। এছাড়া জেলার কোথাও কোনো অপৃীতিকর ঘটনার খবর পাওযা যায়নি।