বরিশালে পুলিশের গাড়ি ভাংচুর, ঢিলেঢালা হরতাল পালন

শাহীন হাসান, বরিশাল ॥ বরিশালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও জামায়েত ইসলামকে নিষিদ্ধ করার প্রতিবাদে জামায়েত ইসলামি ও সমমনা ১২দলের ডাকা  হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। ঘন কুয়াশার মধ্যেই ঢাকা-বরিশাল মহাসড়কে ভোরে পিকেটারার ইট ফেলে বিক্ষোভ প্রদর্শন করলেও কোথাও তাদেও দেখা যায়নি।
তাছাড়া ১২দলের আয়োজনে নগরীতে হরতাল সমার্থনে কোন বিক্ষোভ মিছিলও চোখে পরেনি। তবে রুপাতলী এলাকার এ ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি পুলিশের পিকেট ফোর্স বহনকারী গাড়িতে ইট নিক্ষেপ করে গাড়িটির গ্লাস ভেঙ্গে ফেলে পিকেটাররা।

ফজরের নামাজ শেষে সিএন্ডবি রোডে ইনফ্রা পলিটেকনিকের সামনে পিকেটার পুলিশের একটি টহল গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এর বাইরে পিকেটাররা আমতলার মোড়ে গাছ ফেলে পিকেটিংকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পরার খবর পাওয়া গেছে।

এদিকে বেলা বাড়ার সাথে-সাথে জীবন যাত্রা স্বাভাবিক হতে শুরু করলেও দূর পাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। ফলে চরম দূর্ভোগ পোহাতে দেখা গেছে দূরপাল্লার যাত্রীদের। তবে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও দোকান পাট সহ লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।